তথ্যগোপনের অভিযোগে বাতিল হতে পারে হালিশহর পৌরসভার চেয়ারম্যান এবং চিটফান্ড জালিয়াতিতে অভিযুক্ত- জেলবন্দী রাজু সাহানির কাউন্সিলর পদ ।
প্রাপ্ত তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে,২০২২- এর ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে হালিশহর পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের প্রার্থী রাজু রাজ্য নির্বাচন কমিশনকে দেওয়া হলফনামায় সনমর্গ চিটফান্ড জালিয়াতিতে তাঁর নামে ৮ জানুয়ারি, ২০১৪- তে দায়ের হওয়া এফআইআর- এর উল্লেখ করেননি ।
এই তথ্যগোপনের অভিযোগে তাঁর কাউন্সিলর পদ চলে যেতে পারে ।
তৃণমূলের একটি মহলে এই নিয়ে ফিসফাস- কানাকানিও
চলছে ।
আর হালিশহর পৌরসভার পরবর্তী চেয়ারম্যান বাছাই ঘিরে জোরকদমে শলা-উমেদারি শুরু হয়ে গেছে ।