রক্তকরবীর ” রাহুল “- কে দেখে মুখ লুকোচ্ছেন ” রাজা নরেন্দ্র “

72

তিনি মিত্র : রক্তকরবীতে আর সাংবাদিকে এলার্জি রাজার । ঘাসফুল নয় , লালরঙের ফুল আর বিশু পাগলদের দেখলেই, দেখলেই মুখ
লুকোন রাজা । তাঁর ভয় হয়, রঞ্জন আসছে । রঞ্জন ভেঙে ফেলবে তাঁর ধ্বজা ।

এই হাড়হিম- করা- ঠান্ডার মধ্যেও, রাত্রি ভেঙে, নানা কূট ষড়যন্ত্রের জাল ছিঁড়ে, রাজার ঢাকিদের চিৎকারকে পাত্তা না দিয়ে ” একমুখ দাঁড়ি নিয়ে শুধুমাত্র একটি টি শার্ট পরে হাঁটছেন ” , আর রাজার মনে পড়ছে রঞ্জনের কথা ।
রভীশ কুমারের মতো বিশু পাগলদের দেখে রাজা তাই তাঁর দুই সর্দার বনি আর দানিকে চাবুক হাতে নামিয়ে দিয়েছেন মাঠে – ময়দানে ।
কিন্তু, বিশু পাগল গান গেয়েই চলেছে ।
রাহুল হেঁটেই চলেছে । রাহুলের আসার খবরে দেশের নন্দন- নন্দিনীদের ভয় ভাঙছে । তারা চলেছে রাজার দিকে । তাদের হাতে , গলায়, তাল সারা দেহে রঞ্জনের দেওয়া রক্তকরবীর মালা ।
রাজা এই জনস্রোত দেখে পালাচ্ছেন ।
নন্দিনীরা জাল ছিঁড়ছে । রাজার মুখোমুখি দাঁড়াতে চাইছে ।
তারপর …

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty − 5 =