কন্যাকুমারীকা থেকে কাশ্মীর পর্যন্ত হেঁটেছেন রাহুল গান্ধী । তাঁর দল তাঁর এই ভারত জোড়ো যাত্রায় উজ্জীবিত হয়েছে । কিন্তু, এই বারোশো কিলোমিটারের পদযাত্রা বিরোধী দলগুলির কাছে তাঁর গ্রহণযোগ্যতা বাড়ায়নি ।
কিন্তু,সুরাতের আদালতের রায়ে ” ডিসকোয়ালিফায়েড এমপি ” রাহুল সব বিরোধী দলকে পাশে পেয়েছেন ।
আদালতের রায় বেরোনোর পরেই লোকসভার স্পিকারের নজিরবিহীন তৎপরতা এবং রাহুলকে তাঁর সাংসদ বাংলো ছাড়ার নোটিশ ধরানো আগুনে ঘৃতাহুতি দিয়েছে । আর মোদী – শাহর রাতের ঘুম উধাও হয়েছে ।
কারণ, তাঁরা চালে ভুল করে ফেলেছেন ।
রাহুল সামনের সোমবার আদালতে না গিয়ে জেলযাত্রার প্রস্তুতি নিলে মোদি – শাহর ঘুম চিরদিনের জন্য যে উধাও হবে, তা আর বলার অপেক্ষা রাখে না ।
আর মহাত্মা গান্ধীর ছায়াতে তৈরি হবে রাহুলের নতুন কায়া ।