প্রসঙ্গ অর্জুনের নাম বদল : ” পল্টুরাম ” থেকে ” পল্টু সিং ” , কীসের ইঙ্গিত ?

55

ভারতীয় রাজনীতিতে দলবদলকারীদের ” আয়ারাম- গয়ারাম ” বলে আক্রমণ করা হয় । দু হাজার ষোলোতে
নীতিশ কুমার ইউপিএ ছেড়ে এনডিতে গেলে লালুপ্রসাদ কুমারকে ” পল্টুরাম ” বলে আক্রমণ করেন ।
দু হাজার বাইশে নীতিশ বিজেপির সঙ্গ ছেড়ে লালু ও কংগ্রেসের হাত ধরায় তাঁকে ” কাল্টুরাম ” বলে আক্রমণ শানান বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং ।
আবার দু হাজার চব্বিশে লালু ও কংগ্রেসকে ছেড়ে বিজেপির হাত হাত ধরায় নীতিশকে ” পল্টুরামের সর্দার ” বলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর ।
বারাকপুরের বিদায়ী সাংসদ অর্জুন সিং সম্প্রতি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে ফের বিজেপির ” টিকিট ” পেয়ে
নির্বাচনী প্রচারে নামায় তৃণমূল প্রথমে তাঁকে ” পল্টুরাম ” বলে আক্রমণ করেছিল । ” ঠিকই ” ছিল ।
কিন্তু, এখন অর্জুনকে ” পল্টু সিং ” বলছে তৃণমূল । দেওয়ালও
লিখে ফেলেছে । আর এতেই বেঁধেছে গোল ।
রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন ” পল্টুরাম ” আর ” পল্টু সিং “- এর আলংকারিক অর্থ সম্পূর্ণ উল্টো । অর্জুনকে ” পল্টু সিং ” বলে আক্রমণ করতে গিয়ে সেমসাইড করে ফেলেছে তৃণমূল । নিজেদের গোলে নিজেরাই বল মেরে আগেই হার স্বীকার করে নিয়েছে ।
কারণ,জ্যোতিষশাস্ত্র মতে ” পল্টু ” নামের ব্যক্তিরা উদ্যমী হন।
রাজনীতিতে তাঁরা সফল হন ।
আর এর পরে পল্টুর সিং গজালে কী হতে পারে বুঝে নিন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ten − one =