XUV 500-এর বাপ, বুকিং শুরু হল মহিন্দ্রার নতুন SUV Alturas G4-এর

90

নিজস্ব প্রতিবেদন: নতুন ফ্ল্যাগশিপ SUV Alturas G4-এর বুকিং শুরু করে দিল মহিন্দ্রা। সঙ্গে জানাল গাড়িটির লঞ্চ ডেটও।

মহিন্দ্রার তরফে জানানো হয়েছে, আগামী ২৪ নভেম্বর লঞ্চ হবে নতুন এই গাড়ি। মাত্র ৫০,০০০ টাকা দিয়ে বুক করা যাবে এই গাড়ি।

মহিন্দ্রার নতুন ফ্ল্যাগশিপ নিয়ে আলোচনা চলছিল অনেকদিন ধরেই। Y400 বা XUV700 নামে একাধিক বার প্রকাশ্যে এসেছে এই গাড়ি নিয়ে নানা তথ্য। তবে শেষে ‘O’-এর গেরো ছেড়ে বেরিয়ে গাড়ির নতুন নাম রাখল মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা।

স্যাংইয়ং রেক্সটন-এর কাঠামোর ওপর নতুন Alturas G4-এর নকসা তৈরি করেছে মহিন্দ্রা। গাড়িটির গ্রিলে মহিন্দ্রার ছাপ দেওয়ার চেষ্টা হয়েছে। এছাড়াও রয়েছে প্রিমিয়াম SUV-র যাবতীয় ফিচার।

গাড়িটি মিলবে ২ হুইল ড্রাইভ ও ফোর হুল ড্রাইভ ভেরিয়্যান্টে। গাড়িটিতে থাকবে ২.২ লিটার ডিজেল ইঞ্জিন। যা থেকে ১৮৩ হর্সপাওয়ার মিলবে। Alturas-এ থাকবে সাত স্পিড অটোমেটিক গিয়ারবক্স। ম্যানুয়াল গিয়ার অপশন আনবে না মহিন্দ্রা।

ভারতের বাজারে মহিন্দ্রার এই নতুন SUV-র দাম ২৫ – ৩৫ লক্ষ টাকার মধ্যে হতে পারে। সেক্ষেত্রে তয়োতা ফরচুনার ও ফোর্ড এনডেভরের সঙ্গে সরাসরি টক্কর হবে এই গাড়ির।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 − two =