দীপাবলিতে ভারতে ১০ লাখ ফোন বিক্রি করল এই কোম্পানি!

17

দীপাবলিতে কেনাকাটায় বিপুল ছাড় দিয়েছে বিভিন্ন কোম্পানি। বিশেষ করে অনলাইন কোম্পানিগুলি ফোন সহ অন্যান্য সামগ্রীর ওপরে এবার বড়সড় ছাড় দিয়েছিল। এতেই বিপুল বিক্রি হয়েছে Honor ফোনের।

Honor এর দাবি তারা এবার দীপাবলিতে ভারতে ১০ লাখ ফোন বিক্রি করেছে। নিজস্ব সাইট ও অ্যামাজন, ফ্লিপকার্টের মতো অনলাইন সাইটের মাধ্য ওই বিপুল বিক্রি হয়েছে।

২০১৭ সালের তুলনায় এবার দীপাবলিতে বিক্রি ৩০০ শতাংশ বেড়েছে Honor এর।

“Honor 9N ₹ 10,479” and “8X” এর বিক্রি বেশি হয়েছে ফ্লিপকার্ট ও অ্যামাজনে। Honor 9N, 9 Lite ₹ 9,999, 7S, 9i, 7A-ও পাওয়া গিয়েছে বিশেষ অফারে।

স্টক শেষ না হওয়া পর্যন্ত ফ্লিপকার্টে কোম্পানির অফার চলবে বলে জানা যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 − four =