দীপাবলিতে কেনাকাটায় বিপুল ছাড় দিয়েছে বিভিন্ন কোম্পানি। বিশেষ করে অনলাইন কোম্পানিগুলি ফোন সহ অন্যান্য সামগ্রীর ওপরে এবার বড়সড় ছাড় দিয়েছিল। এতেই বিপুল বিক্রি হয়েছে Honor ফোনের।
Honor এর দাবি তারা এবার দীপাবলিতে ভারতে ১০ লাখ ফোন বিক্রি করেছে। নিজস্ব সাইট ও অ্যামাজন, ফ্লিপকার্টের মতো অনলাইন সাইটের মাধ্য ওই বিপুল বিক্রি হয়েছে।