মুকুল রায় কি বিজেপি ছাড়তে চান? এনিয়ে জল্পনা ক্রমশ বাড়ছে। একাধিক ইঙ্গিত নিয়ে জোর চর্চা চলছে |মুকুলশিবির সূত্রে খবর, বিজেপির একটি অংশের আচরণে মুকুল অসন্তুষ্ট, উপেক্ষিত, অপমানিত। তিনবছর হয়ে গেল তিনি বিজেপিতে। অথচ কোনো বড় পদ পান নি। একমাত্র কৈলাস বিজয়বর্গীয় তাঁকে গুরুত্ব দেন। রাজ্যস্তরের একাধিক নেতা মুকুল সম্পর্কে যা যা মন্তব্য করছেন বলে সামনে আসছে, তা অত্যন্ত আপত্তিকর। শমীক ভট্টাচার্যর গলা বলে যে ফোনালাপ ঘুরছে, তাতে মুকুলকে যা তা কথা বলা হয়েছে। মুকুল মুখ বুজে হজম করছেন। দলের পারফরমেন্স নিয়েও মুকুল হতাশ। আসন্ন পুরভোটেও তিনি ভবিষ্যত্ ভালো দেখছেন না। নিজে যেটুকু দায়িত্ব পাচ্ছেন, সেখানেও কাজ করতে অনেক সমস্যা।