মাননীয় মুখ্যমন্ত্রী, নৈহাটির রীণা রায় Covid positive , তাঁর অবস্থা সঙ্কটজনক, কিন্তু উনি কোন ট্রিটমেন্ট পাচ্ছেন না

294

কল্যাণী, নদীয়ার SNR CARNIVAL HOSPITAL এ COVID 19 POSSITIVE রোগীদের রাখার ব্যবস্থা করেছে রাজ্য সরকার।

১. সেখানে একটা ভেন্টিলেটর আছে | কিন্তু সেটিকে চালানোর জন্য কোনো ডাক্তার বা টেকনিশিয়ান নেই।

২. সেখানে কোন বিশেষজ্ঞ ডাক্তার  নেই।

৩. সেখানে কোন ল্যাবরেটরি নেই।

৪. সেখানে করোনা রোগীদের চিকিৎসার জন্য ভর্তি করা হচ্ছে কিন্তু চিকিৎসার নূন্যতম সুবিধা নেই।

৫. নৈহাটির রীণা রায় Covid positive | তাঁর অবস্থা সঙ্কটজনক | কিন্তু উনি কোন ট্রিটমেন্ট পাচ্ছেন না।

৬. হাসপাতালের সুপার অভিজিৎ মুখার্জির সঙ্গে একাধিক বার যোগাযোগ করা হলেও উনি কোন ব্যবস্থা নেননি।

রোগী রীণা  রায়ের আত্মীয়র অনুরোধে এই পোস্ট এর মাধ্যমে মাননীয়  মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাইছি |

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × 4 =