রাজ্যের নতুন খাদ্যসচিব পারভেজ সিদ্দিকি 22 এপ্রিল, 2020 তারিখে (মেমো নম্বর 1366 ) এক নয়া নির্দেশিকা জারি করেছেন |এই নির্দেশ অনুযায়ী, 1মে থেকে 31 জুলাই, 2020 সময়ে RKSY ( 1 ) এবং RKSY ( 2 ) রেশন গ্রাহকদের প্রতি মাসে কার্ড – পিছু ( মাথাপিছু ) শুধুই 5 কেজি চাল দেওয়া হবে | এই দুটি কার্ডের গ্রাহকদের মে, জুন ও জুলাই মাসে গম দেওয়া হবে না |
পুরনো রেশন ব্যবস্থায় ( 1 মে, 2020 – র আগে ) রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা ( RKSY – 1 ) গ্রাহকেরা বিনা মূল্যে পেতেন মাথাপিছু ( কার্ডপিছু ) 2 কেজি চাল এবং 3 কেজি গম | এখন এই 1 মে থেকে 31 জুলাই পর্যন্ত সময়ে নয়া নির্দেশ অনুযায়ী তাঁরা প্রতি মাসে পাবেন মাথাপিছু 5 কেজি চাল |
রেশনের এই পাঁচ কেজি চালের বাজারমূল্য সবচেয়ে কম করে ধরা হলেও হবে 100 টাকা | তাহলে 2 কেজি চালের দাম 40 টাকা | তাঁরা পেতেন 3 কেজি গম বা 2 কেজি 850 গ্রাম আটা | এক কেজি আটার বর্তমান বাজারমূল্য 32 টাকা | তাহলে 2 কেজি 850 গ্রাম আটার দাম হচ্ছে 91 টাকা | দেখা যাচ্ছে, 1 মে, 2020 – র আগে RKSY ( 1)গ্রাহকেরা বিনা মূল্যে যে 2 কেজি চাল এবং 3 কেজি গম পেতেন তার মোট বাজারমূল্য 131 টাকা | 1মে থেকে 31 জুলাই পর্যন্ত সময়ে প্রতি মাসে মাথাপিছু 5 কেজি চাল পাবেন RKSY ( 1) গ্রাহকেরা | তাহলে, 131 টাকা মূল্যের রেশনের জায়গায় তাঁরা এখন পাচ্ছেন 100 টাকা মূল্যের রেশন |তাঁদের ন্যায্য পাওনা তাঁরা পাচ্ছেন না | মে, জুন ও জুলাই – এই তিন মাসে এক একজন RKSY ( 1 ):গ্রাহক 93 টাকা পাওনা থেকে বঞ্চিত হচ্ছেন | এই করোনা বিপর্যয়কালীন সময়ে এই গ্রাহকেরা অতিরিক্ত খাদ্যশস্য তো পাচ্ছেনই না বরং, হিসেব কষে ন্যায্য পাওনা থেকে তাঁদের বঞ্চিত করা হচ্ছে |অথচ এই কার্ডের গ্রাহকদেরই বেশি খাদ্য সুরক্ষার আওতায় নিয়ে আসা উচিত |
তবে মে থেকে জুলাই এই তিন মাসে RKSY (2) গ্রাহকেরা লাভবান হচ্ছেন বা হবেন | 1 মে, 2020 – র আগে এই গ্রাহকেরা মাথাপিছু পেতেন এক কেজি চাল এবং এক কেজি গম | তবে বিনা মূল্যে নয় | চালের জন্য দিতে হত 13 টাকা এবং গমের জন্য 9 টাকা | মোট 22 টাকা | এখন তাঁরা পাচ্ছেন প্রতি মাসে বিনা মূল্যে মাথাপিছু 5 কেজি চাল | যার বাজারমূল্য 100 টাকা | অর্থাৎ নয়া ব্যবস্থায় এই গ্রাহকেরা মাসে 50 টাকা লাভ করছেন |
অন্য দিকে AAY, PHH ও SPHH গ্রাহকেরা 1 মে, 2020 – র আগে যে পরিমান খাদ্যশস্য পেতেন, তা তো পাচ্ছেনই, তার সঙ্গে অতিরিক্ত বরাদ্দ হিসেবে বিনা মূল্যে মাথাপিছু পাচ্ছেন 5 কেজি চাল |
তাই দেখা যাচ্ছে, অতিরিক্ত বরাদ্দ সব ধরনের কার্ডধারীরা পেলেও RKSY ( 1 ) গ্রাহকেরা পাননি | বরং, ন্যায্য পাওনা থেকে তাঁদের বঞ্চিত করা হচ্ছে |
কেন?
মন্ত্রীমশাই এর মধ্যে কোন ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন কি?