কাঁচরাপাড়ার জ্বরের রোগীকে ব্যারাকপুরের বি এন বসু হাসপাতালে পাঠাল জেএনএম হাসপাতাল

89
  1. চৌঠা মে সকালে কাঁচরাপাড়ার ভূতবাগানের 23 নম্বর ওয়ার্ডের তিরিশ বছর বয়সী সাতদিন ধরে জ্বরে আক্ৰান্ত এক গৃহবধূকে কল্যাণীর জেএনএম হাসপাতালে ভর্তি করা হয় | প্রথমে ওই মহিলাকে ইমার্জেন্সি ওয়ার্ডের এক মৃত রোগীর পাশের বেডে শুইয়ে রাখা হয় | পরে অচৈতন্য ওই রোগীকে আউটডোরের ডাক্তার দেখেন | এরপর ওই রোগীকে ব্যারাকপুরের বিএনবসু হাসপাতালে ” রেফার ” করা হয় |

কাঁচরাপাড়া পৌরসভার জনস্বাস্থ্য দফতরের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর অশোক মন্ডল জানান, ওই পরিবারটিকে আমি চিনি | ভয়ের কিছু নেই | উনি ( জ্বরে আক্ৰান্ত মহিলা ) কোনদিন বাইরে যান না |

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × 1 =