কাঁচরাপাড়ার জ্বরে আক্ৰান্ত গৃহবধূকে ভর্তি নিল না বিএনবসু ও কলকাতার কোন হাসপাতাল

124

কাঁচরাপাড়ার জ্বরে আক্রান্ত গৃহবধূকে ভর্তি নিল না ব্যারাকপুরের বিএনবসু এবং কলকাতার কোন হাসপাতাল | শেষ পর্যন্ত ভাঙড়ের একটি হাসপাতালে জায়গা পান ওই দশ দিন ধরে জ্বরে আক্রান্ত তিরিশ বছর বয়সী কাঁচরাপাড়ার ভূতবাগানের 23 নম্বর ওয়ার্ডের বাসিন্দা | আজ সকালের খবর, ওই গৃহবধূর লালারসের নমুনা পরীক্ষার রিপোর্ট আজ পাওয়া যেতে পারে | তবে গতকাল প্রায় অচৈতন্য অবস্থায় থাকলেও একটু ভালো আছেন ওই বধূ |

গতকাল সকালে ওই গৃহবধূকে কল্যাণীর জেএনএম হাসপাতালের ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয় | কিন্ত, ভীত স্বাস্থ্যকর্মীরা তাঁকে এক মৃত রোগীর পাশের বেডে রেখে দেন | ওই বধূর সঙ্গে থাকা প্রতিবেশী প্রতিবাদ করলে রোগীকে আউটডোরে নিয়ে যাওয়া হয় | আউটডোরের ডাক্তার ওই বধূ দীর্ঘ দিন ধরে জ্বরে আক্ৰান্ত শুনেই প্রায় না দেখে রোগীকে ব্যারাকপুরের বিএনবসু হাসপাতালে রেফার করে দেন | বিএনবসু হাসপাতাল ভর্তি না নেওয়ায় বধূর প্রতিবেশী রোগীকে নিয়ে কলকাতার আরজিকর সহ প্রায় সব হাসপাতালে যান | কোথাও ভর্তি করাতে না পেরে রোগীনিকে নিয়ে তিনি চলে যান ভাঙড়ের দিকে | সেখানেই এক হাসপাতালে ওই বধূকে ভর্তি নেওয়া হয় |

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × two =