ভূতবাগানের ” জ্বরে – আক্ৰান্ত ” রোগিনী ভর্তি ভাঙড়ের হাসপাতালে, পাশে নেই কাঁচরাপাড়া পৌরসভা, অসহায় বোধ করছেন রোগিনীর পরিজনেরা

87

কাঁচরাপাড়ার ভূতবাগানের 23 নম্বর ওয়ার্ডের দশ দিন ধরে জ্বরে আক্রান্ত তিরিশ বছরের গৃহবধূকে 4 মে সকালে কল্যাণীর জে এন এম হাসপাতাল ভর্তি করা হয় | অচৈতন্য এই রোগীনিকে ইমার্জেন্সিতে এক মৃত রোগীর পাশের বেডে শুইয়ে রাখা হয় | রোগিণীর পরিজনেরা প্রতিবাদ করায় তাঁকে আউটডোরে নিয়ে যাওয়া হয় |আউটডোরের ডাক্তার ওই রোগীনিকে প্রায় না দেখেই ব্যারাকপুরের বিএনবসু হাসপাতালে
” রেফার ” করে দেন | কিন্ত বিএনবসু তাঁকে ভর্তি নেয়নি | এমনকি কলকাতার কোন হাসপাতাল ওই বধূকে ভর্তি নেয়নি |
শেষ পর্যন্ত ভাঙড়ের একটি হাসপাতালে স্ত্রীকে ভর্তি করাতে পারেন রিফিল ম্যান ( বাড়ি বাড়ি গ্যাস সরবরাহকারী ) বাবুয়া রায় |কিন্তু,আজ 7 মে – তেও স্ত্রীর নমুনা পরীক্ষার রিপোর্ট হাতে পাননি তিনি | প্রতিবেশীরা ছাড়া এই পরিবারের পাশে কেউ নেই | কাঁচরাপাড়া পৌরসভার পক্ষে এই পরিবারের সঙ্গে কোন যোগাযোগ করা হয়নি | ফলত ভীষণ অসহায় বোধ করছেন রোগিণীর পরিবার ও পরিজনেরা |
এদিকে জানা যাচ্ছে, বিজপুরের বিধায়ক শুভ্রানশু রায়কে ফোন করে কোন কোন ব্যক্তি এই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য তাঁকে অনুরোধ করেছেন |
প্রসঙ্গত, কাঁচরাপাড়া পৌরসভার এগজিকিউটিভ অফিসার তাপস বিশ্বাস এবং হেলথ অফিসার জে কে সাহাকে 4 মে দুপুরে ওই রোগিনীr অবস্থা সম্পর্কে জানানো হয় | কিন্তু, এখনও পর্যন্ত এই বিষয়ে কোন আগ্রহ তাঁরা দেখাননি | 4 মে – তেই কাঁচরাপাড়া পৌরসভার সিআইসি অশোক মন্ডলকেও ওই রোগিনী সম্পর্কে সবকিছু জানানো হয় | তাঁর তরফ থেকেও কোন পদক্ষেপ এখনও করা হয়নি |

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

sixteen + six =