এই প্রতিবেদন এম. আর, বাঙ্গুর হসপিটালের
এই ” প্যাড ” -টি নিয়ে | প্যাডটি এই প্রতিবেদনের সঙ্গে দেওয়া হল |
এই প্যাডে কাঁচরাপাড়ার 23 নম্বর ওয়ার্ডের বাসিন্দা শশী শেখর রায়ের স্ত্রী কুসুম রায়ের নমুনা পরীক্ষার রিপোর্ট লেখা হয়েছে | রিপোর্ট ” কোভিড
নেগেটিভ “|
প্যাডে রোগিণীর নাম লেখা হয়েছে কুসুম রায় | রোগিণীর অভিভাবকের নাম লেখা হয়েছে কুসুম রায় |
প্যাডের নিচে কে স্বাক্ষর করেছেন? তাঁর কোন সিলমোহর নেই | নেই কেন?
এম. আর. বাঙ্গুর হসপিটাল পশ্চিমবঙ্গ সরকার দ্বারা পরিচালিত | কিন্ত, হাসপাতালের কোন লোগো বা অশোক চক্র প্যাডে দেখা যাচ্ছে না |
ইংরেজিতে এম. আর. বাঙ্গুর হসপিটালের নাম লেখা হয় এই ভাবে — M.R.BANGUR HOSPITAL | কিন্তু, সঙ্গের প্যাডটিতে রয়েছে M R Bangur Hospital |
এতো অসঙ্গতি সরকার পরিচালিত একটি সরকারি হাসপাতালের প্যাডে?