স্বস্তি দীর্ঘস্থায়ী হল না, নৈহাটিতে করোনায় আক্ৰান্ত এক স্বাস্থ্যকর্মী

107

নিজস্ব প্রতিনিধি, নৈহাটি: পর পর দুই দিন নৈহাটির দুই করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছেন। এই খবরে স্বস্তির নিশ্বাস ফেলেছিলেন নৈহাটিবাসী। কিন্তু এই স্বস্তি দীর্ঘস্থায়ী হল না।
তাল কাটল আর এক দু:সংবাদে।
নৈহাটি এস সি পাল রোডের প্রথিষ্ঠা অ্যাপার্টমেন্ট এর বাসিন্দা নীলাঞ্জ রায় ( 40 ) কলকাতার অ্যাপেলো হাসপাতালের ফার্মাসিস্ট |তিনি করোনায় আক্রান্ত হয়েছেন |
গতকাল তাঁর রিপোর্ট পজিটিভ আসে। এখন তিনি অ্যাপেলো হাসপাতালে ভর্তি। তাঁর পরিবারের পাঁচ
সদস্য হোম কোয়ান্টিনে রয়েছেন ।
এই বিষয়ে কি বলছেন নৈহাটি পৌরসভার স্বাস্থ্য পারিষদ সনৎ দে বলেন, ” গত পরশু কাজে যোগ দেন নীলাঞ্জবাবু | অসুস্থ বোধ করলে হাসাপাতাল কর্তৃপক্ষ তাঁর লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠান | গতকাল তাঁর রিপোর্ট পজিটিভ আসে |”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × 5 =