চতুর্থ দফার লক ডাউন শুরুর মুখেই কাঁচরাপাড়া পৌরসভার নির্বাচিত বোর্ডের মেয়াদ আজ 18 মে শেষ হল | আর আজই চলে এল সরকারি নির্দেশ |
এই নির্দেশে বলা হয়েছে, চার জনের প্রশাসক বোর্ড আগামী ছ মাস এই পৌরসভার দায়িত্বে থাকবেন |
এই প্রশাসক বোর্ডের চেয়ারম্যান হবেন বিদায়ী পৌরবোর্ডের চেয়ারম্যান সুদামা রায় | প্রশাসক বোর্ডের বাকি তিন জন সদস্য হলেন বিদায়ী বোর্ডের ভাইস চেয়ারম্যান মাখন সিনহা এবং বিদায়ী বোর্ডের দুই চেয়ারম্যান ইন কাউন্সিল অশোক মন্ডল এবং বাসনা বিশ্বাস |
এই প্রশাসক বোর্ড রাজ্য সরকারের নির্দেশে চলবে | নির্বাচিত পৌরবোর্ডের মতো এই প্রশাসক বোর্ড স্বাধীন ভাবে কোন সিদ্ধান্ত নিতে পারবে না |
এদিকে খবর, বোর্ড ভাঙলে পৌরসভা তাঁদের দখলেই চলে আসবে বলে ভেবেছিলেন স্থানীয় তৃণমূলের সুদামা – বিরোধী গোষ্ঠী | আলোরাণী সরকারকে সামনে রেখে এবং পৌরসভার ইও – কে মধ্যমণি করে পৌরসভা থেকে সুদামা গোষ্ঠীকে উৎখাতের ছক কষেছিল এই গোষ্ঠী |