আজ মুখ্যমন্ত্রীর ঘোষণা : 21 মে থেকে রাজ্যে খুলছে সেলুন, বড়ো ও মাঝারি দোকান, 27 মে থেকে খুলবে হকার্স মার্কেট, চলবে অটো

69

আজ 18 মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, সংক্রমণের তথ্য অনুযায়ী রাজ্যকে তিনটি জোনে ভাগ করা হয়েছে |
এই তিনটি জোন হল :
এ : ক্ষতিগ্রস্ত জোন |
এই জোনে অত্যাবশ্যকীয় বিষয় ছাড়া সবকিছু
বন্ধ থাকবে |
বি : বাফার জোন |
সি :ক্লিন জোন |
মুখ্যমন্ত্রী জানান, বি ও সি জোনে 21 মে থেকে খুলবে সেলুন, বড়ো ও মাঝারি দোকান |
তার 6 দিন পর অর্থাৎ 27 মে থেকে জোড় – বিজোড় নীতি মেনে খুলবে হকার্স মার্কেট | চলবে অটো |তবে অটো দুই – এর বেশী যাত্রী তুলতে পারবে না |

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 − four =