হালিশহরে শাসক দলের পার্টি অফিসের নাকের ডগায় মধুচক্র

311

হালিসহর এর মালঞ্চ এলাকার ইউনিটি মালঞ্চ সাংস্কৃতিক মঞ্চ সংলগ্ন পোস্ট অফিস এলাকায় বসত মধুচক্র। এলাকার বাসিন্দাদের অভিযোগ পোষ অফিস সংলগ্ন এলাকার বাসিন্দা দেবাশীষ বিশ্বাস ও তাঁর স্ত্রী প্রমিতা বিশ্বাস নিজেদের বাড়িতেই চালাচ্ছিলেন এই নীলচে আলোর ব্যবসা, যাকে আমরা বলি মধুচক্র। সন্ধ্যে নামলেই বহু পুরুষ-মহিলার আনাগোনা শুরু হতো রোজ এই বাড়িতে। প্রতিবেশীদের অভিযোগ থাকলেও কেউই সরব হয়নি এতদিনে তার কারণ এলাকার তৃণমূল পার্টি অফিসে এবং সমগ্র মালঞ্চ এলাকাতেই দেবাশীষ বাবুর প্রভাবে এলাকাবাসীর থরহরি কম্প অবস্থা। অতঃপর বাধ ভাঙলো তাদের ধৈর্য্যের।
তারা সরাসরি অভিযোগ দায়ের করে বিজপুর থানায়। ব্যাস, ভাঙলো চাক, ধরা পড়লো সম্পূর্ণ দলের ১৪জন সদস্য। স্থানীয় মানুষের ক্ষোভ ক্ষমতার অপব্যবহার করছেন এভাবেই বহু শাসকদলের কর্মীরা। তারা এও জানান যে এই স্বৈরাচারে তারা অতিষ্ট ও ক্ষুব্ধ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 − eleven =