আন্ধেরি রাতো মে
শুন শান রাহ পর
করোনা আ রহি হ্যায়
ভাগো…
বোল রাধা বোল ফিল্মে কাদের খান সন্ধে ছ ‘ টার পর কিছুই দেখতে পেতেন না |
শাহেনশা ফিল্মে অমিতাভ বচ্চন সন্ধের পরে শাহেনশা হয়ে উঠতেন |
আর কাঁচরাপাড়া পৌরসভার ফতোয়ায় যেন এই সব ফিল্মেরই ছায়া — সন্ধে ছ ‘ টার পর থেকে সব বন্ধ |পৌরসভা যেন বলতে চাইছে, সারা দিনে নয় করোনা বেরবে সন্ধে ছ ‘ টার পরে | তখন অন্ধকার নেমে আসবে |
আর পেঁচার মতো করোনা বেরবে |
সারা দিনমানে তাই কাঁচরাপাড়ায় প্রায় সব খোলা থাকবে | শুধু মুদির দোকান আর বাজার বেলা 11- টার পর বন্ধ রাখতে হবে |
কিন্ত, অন্ধকার নামলে রাস্তায় শুধুই সান্ত্রী – সিভিকরা ঘুরে বেড়াবে নাকি মানুষও একটু আড্ডা দিতে পারবে ঝুঁকি নিয়ে, এমন কিছুর উল্রেখ নেই ফতোয়ায় |
জরিমানা মানে স্পট ফাইন কত হবে, কে তা নেবে, কার ঘরে সেই টাকা জমা, উল্লেখ নেই
ফতোয়ায় |
তবে সাবধান |
কেন?
পড়ে নিন উপরের তিনটি লাইন |