অপদার্থ নির্মল ঘোষকে তাড়িয়ে দিয়ে দীনেশ ত্রিবেদীর হাতে ব্যারাকপুরের দায়িত্ব দিলেন নেত্রী

157

৫ জুন, নিজস্ব প্রতিনিধি: ব্যারাকপুর মহকুমায় সাতটি বিধানসভার আসন। একমাত্র আমডাঙা বিধানসভা ছাড়া সবকটিতেই বিজেপি সংগঠন বেড়েছে। তাই এখানকার সাংগঠনিক কাজকর্ম নিয়ে তিনি মোটেই সন্তুষ্ট নন । আজ ব্যারাকপুর শিল্পাঞ্চলে সংগঠনের ভার পানিহাটির বিধায়ক নির্মল ঘোষের কাছ থেকে কেড়ে সাংসদ দীনেশ ত্রিবেদীকে দিলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

তৃণমূল নেত্রী ব্যারাকপুরে সংগঠনের কাজকর্ম নিয়ে ক্ষোভপ্রকাশ করে দীনেশ ত্রিবেদীকে বলেন, ‘দীনেশদা আপনি গিয়ে ব্যারাকপুরের হাল ধরুন। ওখানে বিজেপি সাম্প্রদায়িক অশান্তি পাকানোর চেষ্টা চালাচ্ছে। রোজ অশান্তি করছে। আপনাকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen − five =