” এজেন্সির ” বিরোধী শুভেন্দুর জন্যই নিশ্চিত ৪০- টি আসন হারাবে তৃণমূল

178

শুভেন্দু অধিকারী কী চান ?
চান না , কোন উঁচু পদ চান না । উপমুখ্যমন্ত্রীত্ব চান না । দলের সভাপতির পদ চান না ।
এ’সব চাইলে হয়তো মিলেও যেতে পারে ।
তাহলে কী চান ? যা চান, তা দিদি দিতে পারছেন না কেন ?
কেন দিদি শুভেন্দুকে ফোন না- করে তাঁর কাছে প্রশান্ত কিশোরের ( পিকে) মতো এজেন্সির ঠিকেদারকে পাঠাচ্ছেন ?
পাঠাচ্ছেন, কারণ শুভেন্দু যা চাইছেন তা দিতে পারবেন না
দিদি ।
বারাকপুরের শীলভদ্র দত্ত, উত্তরবঙ্গের মিহির গোস্বামী, সিঙ্গুরের মাস্টারমশাই,শুভেন্দু অধিকারীরা ঠিকেদার পিকের এজেন্সির মাতব্বরি চাইছেন না । কেননা তাঁরা বুঝতে পারছেন, এজেন্সিকে সামনে রেখে আসলে দলের উপরে ছড়ি ঘোরাতে দলকে কব্জা করতে চাইছেন দিদির ভাইপো অভিষেক ।
আর ভাইপো হয় দিদির কন্ট্রোলের বাইরে চলে গেছেন নয়তো ভাইপোকেই ফ্রি- হ্যান্ড দিয়ে দিয়েছেন দিদি ।
আর তাই শুভেন্দুরা যা চাইছেন, চাইছেন এজেন্সির মাতব্বরি বন্ধ হোক, দিদি দিতে পারছেন না । কারণ এখন দলের সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন এজেন্সির বকলমে অভিষেকই ।
আর তাই শুভেন্দুর আর ফেরার পথ নেই । আর তা জানেন বলেই রুট- চার্ট ধরে ধরে জেলায় জেলায় প্রতিদিন ৩- ৪ টি করে সভা করে চলেছেন শুভেন্দু ।
সভা গুলিতে জনজোয়ার লক্ষ করা যাচ্ছে । আর রাজনৈতিক পর্যবেক্ষকেরা বলছেন, এজেন্সির বিরোধী শুভেন্দুর জন্যই ৪০- টি নিশ্চিত আসন হারাবে তৃণমূল ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × three =