উত্তর 24 পরগনা : বড়ো দায়িত্ব পেলেন পার্থ ভৌমিক

308

উত্তর 24 পরগনা জেলা তৃণমূলে রদবদল করা হলো | যুব তৃণমূলের জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হল পার্থ ভৌমিককে | তাঁর জায়গায় আনা হল দেবরাজ চক্রবর্তীকে |

অন্য দিকে, সামনের বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে উত্তর 24 জেলা তৃণমূলের কমিটিকে ছোট করা হল |

জেলা তৃণমূলের চেয়ারম্যান করা হয়েছে নির্মল ঘোষকে | সভাপতি জ্যোতিপ্ৰিয় মল্লিক | সভাপতির পরেই মূল কমিটিতে রয়েছেন 5 জন কো – অর্ডিনেটর |

প্রথম কো – অর্ডিনেটর হলেন সাংসদ দীনেশ ত্রিবেদী | আর দ্বিতীয় কো – অর্ডিনেটর হলেন বিধায়ক পার্থ ভৌমিক | প্রত্যেক কো – অর্ডিনেটর একটি লোকসভার দায়িত্বে থাকবেন |

পার্থর পরে রয়েছেন 3 কো – অর্ডিনেটর |

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen + 1 =