কাঁচরাপাড়া পৌরসভার ” পুরনো কার্যালয় ” -এর উদ্বোধন করবেন দীনেশ ত্রিবেদী

50

লেনিন সরণি থেকে ব্রাডলে রোডের ” পুরনো পৌরসভা ” ভবনে  সরে এসেছে কাঁচরাপাড়া পৌরসভার কার্যালয় |  সামনের মূল শৈলী এবং লাল রং – কে অটুট রেখেই পুরনো ভবনের প্রয়োজনীয় সংস্কার করা হয়েছে |

এই ” পুরনো কার্যালয়ে ” গাড়ি রাখার পর্যাপ্ত জায়গা রয়েছে | এই লাল ভবনকে ঘিরে পৌরসভার সমস্ত অফিসকে এক জায়গায় এনে ফেলা হয়েছে |

27 ফেব্রুয়ারী এই নবকলবরে সেজে – ওঠা “পুরনো পৌরসভা কার্যালয় ” – এর উদ্বোধন করবেন দেশের প্রাক্তন রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী |প্রধান  অতিথির আসনে থাকবেন বিধায়ক  পার্থ ভৌমিক, হালিসহরের পৌরপ্রধান অংশুমান রায় এবং নৈহাটি পৌরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায় |

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 − nine =