ডাক্তার এন সি ঘোষের ” কম্পারেটিভ মেটিরিয়া মেডিকা ” বলছে, আর্সেনিক এলবাম 2 / 3 ফোঁটা নয়, 2/ 3 টি গ্লোবিউল মাত্র 2 / 1 বার প্রয়োগেই যথেষ্ট কাজ হয়

635

ডাক্তার এন সি ঘোষের ” কম্পারেটিভ মেটিরিয়া মেডিকা “- র (বিংশ সংস্করণ ) পৃষ্ঠা 179 – তে লেখা হয়েছে — ” ছটফটানি, গাত্রদাহ ও পিপাসা এই তিনটি লক্ষণের উপর সর্বদা লক্ষ্য রাখিতে হইবে |…. উক্ত তিনটি লক্ষণ না থাকিলে আর্সেনিক আদৌ উপকারী নহে | ”
পৃষ্ঠা 181- 182 তে লেখা হয়েছে — ” এক | উত্তেজনা, নাকে সর্দি, হাঁচি, জলপড়া, কিছু পান বা আহার করলে বমি, দুই | মানসিক উদ্বেগ ও মৃত্যুর ভয়, তিন | অত্যন্ত অবসাদ. দুর্বলতা ও অস্থিরতা,
চার | অদম্য পিপাসা, পাঁচ | জ্বালাজনক বেদনা,
ছয় | দিন বা রাত্রি দুই প্রহর হইতে রোগের বৃদ্ধি, সাত | সকল পীড়ার বর্ধিত অবস্থায় আর্সেনিক এলবাম উপযোগী | ”
এর পরেই লেখা হয়েছে — ( পৃষ্ঠা 182 ) আর্সেনিক পুনঃ পুনঃ প্রয়োগ নিষিদ্ধ, মাত্র 2/3 টি গ্লোবিউল মাত্র 2/1 বার প্রয়োগেই যথেষ্ট হয় |”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × one =