” ডায়মন্ড মডেল ” , না ” ডায়মন্ড ম্যাজিক ” ? সারা রাজ্যে ৩০ শতাংশ, আর ডায়মন্ডহারবারে ৩ শতাংশরেও কম করোনা সংক্রমণ !

24

সারা রাজ্যে করোনা সংক্রমণের হার প্রায় ৩০ শতাংশ । আর দাবি করা হচ্ছে,ডায়মন্ডহারবারে ৩ শতাংশেরও কম!
দক্ষিণ ২৪ জেলা প্রশাসন এই দাবিতে সিলমোহর দিয়েছে ।
ডায়মন্ডহারবারের উপর দিয়ে লাখো লাখো তীর্থযাত্রী গঙ্গাসাগরে গেছেন এবং এসেছেন । কলকাতা,রাজ্যের মধ্যে সংক্রমণ যেখানে সবচেয়ে বেশি, ডায়মন্ডহারবারের কাছেই ।
তার পরেই ডায়মন্ডহারবারে ৩ শতাংশরেও কম করোনা
সংক্রমণ !
কোন ম্যাজিকে এমন অসম্ভব সম্ভব হলো?
বলা হচ্ছে, খেলা-মেলা-ধর্মীয় জমায়েত-রাজনৈতিক সভা বন্ধ করে দেওয়া হয়েছে ডায়মন্ডহারবারে । তাই সংক্রমণ ছড়াতে পারছে না ।
অবশ্য শুধু দাবি করা হচ্ছে না । ১২ জানুয়ারী ডায়মন্ডহারবারের ৫৬ হাজার মানুষের র‌্যাপিড টেস্ট করে দেখিয়ে দেওয়া হয়েছে,সংক্রমণের হার সেখানে মাত্র আড়াই শতাংশ । স্বাস্থ্য দফতরের বুলেটিন বলছে, এই দিন সারা রাজ্যে মোট ৭১ হাজার মানুষের করোনা টেস্ট করা হয়েছে । ২২ হাজার মানুষের করোনা সংক্রমণ ধরা পড়েছে । তাহলে বাকি ৪১টি লোকসভা কেন্দ্রে ওইদিন মোট ১৫ হাজার মানুষের করোনা টেস্ট করা হয়েছে । তার মধ্যে করোনা সংক্রমিতের সংখ্যা ২০,৬০০ ।
আর ডায়মন্ডহারবারের ৫৬ হাজার মানুষের আড়াই পার্সেন্ট অর্থাৎ মাত্র ১৪০০ জন করোনা সংক্রমিত!
ম্যাজিকই তো বটে ।
এই মডেল , নাহ ম্যাজিকই কী সারা রাজ্যে ফলো
করা হবে ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

8 − 2 =