দাহ – শ্রাদ্ধ হয়ে যাওয়ার পরে বাড়ি ফিরলেন ” মৃত ” ব্যক্তি

53

এই ব্যাক্তির নাম ভূষণ পাল | নৈহাটির ২১নং ওয়ার্ডের পূর্ণানন্দ পল্লীর বাসিন্দা। গত ১০ নভেম্বর ২০১৯ থেকে নিখোঁজ ছিলেন। গত ১০ ডিসেম্বর,  ২০১৯ – এ নৈহাটি থানায় নিখোঁজ ডায়েরি করেন  বাড়ির সদস্যরা। ১৬ জানুয়ারী, ২০২০ – তে নৈহাটি থানা মারফৎ ভূষণবাবুর পরিবারকে জানানো হয়, থানায় একটি ডেডবডি রয়েছে, সেটি যেন তাঁরা সনাক্ত করে যান |

বাড়ির সদস্যরা ভূষণ পালের দেহ  সনাক্ত করেন এবং মৃতদেহটি ১৬ জানুয়ারী রামঘাট শ্মশানে দাহ করা হয়। তাঁর  শ্রাদ্ধ হয়েছে বেশ কয়েক দিন আগে। আজ বিকাল ৩ টের সময় হঠাৎ সেই ভুষণ পাল বাড়ি ফিরে আসেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

13 + sixteen =