বনধ রুখতে পুলিশ নামাল রাজ্য সরকার

68

বিতর্কিত তিনটি কৃষি আইনে রাষ্ট্রপতির সম্মতির এক বছর পূর্ণ হওয়া উপলক্ষে আজ, সোমবার ভারত বনধের ডাক দিয়েছে সংযুক্ত কিসান মোর্চা ।

কিসান মোর্চা এই তিনটি কৃষি আইন বাতিলের দাবি জানিয়ে আসছে ।

এদিকে ভোর ৬টা থেকে বিকেল ৪টে পর্যন্ত হতে চলা এই বনধে সমর্থন জানিয়েছে বাম, কংগ্রেস, আপ, আরজেডি- সহ বিরোধীরা ।

আজ সকাল থেকেই উত্তর ২৪ পরগনা জেলার কাঁচরাপাড়া- সহ বিভিন্ন এলাকায় পিকেটিং এবং মিছিল করছে বাম দলগুলি ।
কংগ্রেসও রাস্তায় নেমেছে । তবে এই বনধের সমর্থনে তৃণমূল কোন প্রচারও করেনি,রাস্তায়ও নামেনি ।

এদিকে জোর করে বনধ রুখতে হালিসহরের বিভিন্ন জুটমিলের সামনে মোতায়েন করা হয়েছে বিরাট পুলিশবাহিনী ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × 4 =