ব্যারাকপুরের বর্তমান তৃণমূল বিধায়ক শীলভদ্র দত্ত বনাম বারাকপুর পৌরসভারে বিদায়ী তৃণমূল চেয়ারম্যান উত্তম দাসের কাজিয়ায় বারাকপুর বিধানসভা আসনটি তৃণমূল হারাতে চলেছে বলে তৃণমূলের অন্দরমহল সূত্রে খবর | এই কাজিয়া এমন পেকে উঠেছে যে শীলভদ্রবাবুর দমবন্ধ হয়ে আসছে | কারণ তাঁকে ঘরবন্দী করে ফেলতে পেরেছেন প্রচুর পয়সার মালিক উত্তমবাবু | সদ্য সদ্য দলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক হয়েছেন একদা মুকুল রায়ের সঙ্গী ব্যারাকপুরের বর্তমান বিধায়ক | কিন্ত, টিটাগড়ে তাঁকে ঢুকতে দেওয়া হচ্ছে না, আর ব্যারাকপুরে তাঁকে ডাকা হচ্ছে না | এই ভাবেই সামনের বিধানসভা নির্বাচনের আগে তাঁকে সংগঠন এবং জনমন থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে |
তবে এরপরেও দল ছাড়বেন না শীলভদ্রবাবু বলে তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রে জানা যাচ্ছে | কারণ দলনেত্রীর প্রতি তাঁর অকৃত্রিম কৃতজ্ঞতা | দিল্লিতে লিভার প্রতিস্থাপনে তাঁর খরচ হয়েছিল 40 লক্ষ টাকা | এই টাকার সিংহভাগ নেত্রীর তৎপরতায় পেয়েছিলেন শীলবাবু | অবশ্য শুধু টাকা নয়, 23 মার্চের পরে অনেকেই দল ছেড়ে বিজেপিতে নাম লিখিয়েছিলেন | শীলবাবু বিজেপির উঠোনে পা রাখেননি | এমনও খবর, বিজেপিতে না গেলেও ভিতরে ভিতরে নাকি 50 লক্ষ টাকা দিয়ে বিজেপিকে সাহায্য করেছেন ব্যারাকপুরের বিদায়ী চেয়ারম্যান | বারাকপুর স্টেশনের সামনে থাকা সিপিএম অফিস প্রায় নিজে দাঁড়িয়ে থেকে খুলিয়েছেন প্রাক্তন পৌরপ্রধান | তিনি এবার বিধায়ক হতে চাইছেন | কিন্ত, শীলবাবু ছাড়া ব্যারাকপুরে আর কাউকে টিকিট দেবেন না নেত্রী |
আর তাই এখন জোর চর্চা চালু যে সিপিএমের প্রাক্তন সাংসদ তড়িৎবাবুর স্নেহধন্য এবং বিজেপির গোপন সখা উত্তমবাবুই এই বারাকপুর আসনে বাম – কংগ্রেসের প্রার্থী হতে চলেছেন |
এখন শীলবাবুর পাশে মণীষ শুক্লা নেই | নেপালের দলবল অধম বা মধ্যমের সঙ্গে নেই | উত্তমবাবু নিশ্চিন্তে চলেন নেপালবাবুর সঙ্গে | আছে আরও দলবল |
সেই দলবলকে সঙ্গে নিয়েই বিধানসভা নির্বাচনের আগে দল ছেড়ে বাম – কংগ্রেস সমর্থিত প্রার্থী হয়ে ব্যারাকপুরে তৃণমূলের পাকা ঘুঁটি কাঁচিয়ে দিতে পারেন উত্তমবাবু |