বারাকপুর : বাম – কংগ্রেস জোটের প্রার্থী কি উত্তম দাস?

142

ব্যারাকপুরের বর্তমান তৃণমূল বিধায়ক শীলভদ্র দত্ত বনাম বারাকপুর পৌরসভারে বিদায়ী তৃণমূল চেয়ারম্যান উত্তম দাসের কাজিয়ায় বারাকপুর বিধানসভা  আসনটি তৃণমূল হারাতে চলেছে বলে তৃণমূলের অন্দরমহল সূত্রে খবর | এই কাজিয়া এমন পেকে উঠেছে যে শীলভদ্রবাবুর দমবন্ধ হয়ে আসছে | কারণ তাঁকে ঘরবন্দী করে ফেলতে পেরেছেন প্রচুর পয়সার মালিক উত্তমবাবু | সদ্য সদ্য দলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক হয়েছেন একদা মুকুল রায়ের সঙ্গী ব্যারাকপুরের বর্তমান বিধায়ক | কিন্ত, টিটাগড়ে তাঁকে ঢুকতে দেওয়া হচ্ছে না, আর ব্যারাকপুরে তাঁকে ডাকা হচ্ছে না | এই ভাবেই সামনের বিধানসভা নির্বাচনের আগে তাঁকে সংগঠন এবং জনমন থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে |

তবে এরপরেও দল ছাড়বেন না শীলভদ্রবাবু বলে তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রে জানা যাচ্ছে  | কারণ দলনেত্রীর প্রতি তাঁর অকৃত্রিম কৃতজ্ঞতা | দিল্লিতে লিভার প্রতিস্থাপনে তাঁর খরচ হয়েছিল 40 লক্ষ টাকা | এই টাকার সিংহভাগ নেত্রীর তৎপরতায় পেয়েছিলেন শীলবাবু | অবশ্য শুধু টাকা নয়, 23 মার্চের পরে অনেকেই দল ছেড়ে বিজেপিতে নাম লিখিয়েছিলেন | শীলবাবু বিজেপির উঠোনে পা রাখেননি | এমনও খবর, বিজেপিতে না গেলেও ভিতরে ভিতরে নাকি 50 লক্ষ টাকা দিয়ে বিজেপিকে সাহায্য করেছেন ব্যারাকপুরের বিদায়ী চেয়ারম্যান | বারাকপুর স্টেশনের সামনে থাকা সিপিএম অফিস প্রায় নিজে দাঁড়িয়ে থেকে খুলিয়েছেন প্রাক্তন পৌরপ্রধান | তিনি এবার বিধায়ক হতে চাইছেন | কিন্ত, শীলবাবু ছাড়া ব্যারাকপুরে আর কাউকে টিকিট দেবেন না নেত্রী |

আর তাই  এখন জোর চর্চা চালু যে সিপিএমের প্রাক্তন সাংসদ তড়িৎবাবুর স্নেহধন্য এবং বিজেপির গোপন সখা উত্তমবাবুই এই বারাকপুর আসনে বাম – কংগ্রেসের প্রার্থী হতে চলেছেন |

এখন শীলবাবুর পাশে মণীষ শুক্লা নেই | নেপালের দলবল অধম বা মধ্যমের সঙ্গে নেই | উত্তমবাবু নিশ্চিন্তে চলেন নেপালবাবুর সঙ্গে | আছে আরও দলবল |

সেই দলবলকে সঙ্গে নিয়েই বিধানসভা নির্বাচনের আগে দল ছেড়ে বাম – কংগ্রেস সমর্থিত প্রার্থী হয়ে ব্যারাকপুরে তৃণমূলের পাকা ঘুঁটি কাঁচিয়ে দিতে পারেন উত্তমবাবু |

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 − 1 =