প্রথমে চোদ্দ নম্বরে, তারপরে কাঁচরাপাড়া রেলের গুরুত্বপূর্ণ শপ গুলিতে চালু হয়েছে বায়োমেট্রিক
হাজিরা |এতে সবচেয়ে বেশী অসুবিধায় পড়েছেন দূর থেকে আসা রেলের কর্মীরা |
অন্য দিকে, স্থানীয় রেলকর্মীরা সকাল সাড়ে সাতটায় হাজিরা দিয়ে বাড়ি চলে যাচ্ছেন |
আগে বাইরের রেলকর্মীরা কারখানায় ঢুকতেন সকাল
ন’টার পরে | তাঁদের সকাল সাড়ে সাতটার কার্ড মেরে দিতেন স্থানীয় রেলকর্মীরা | বেলা সাড়ে এগারোটায় স্থানীয় রেলকর্মীরা বাড়ি চলে গিয়ে শপে ঢুকতেন আড়াইটে থেকে তিনটের মধ্যে | তাদের বেলা সাড়ে বারোটার কার্ড মেরে দিতেন বাইরের রেলকর্মীরা | অন্য দিকে বাইরের রেলকর্মীরা বিকেল সাড়ে চারটের আগে বেরিয়ে যেতেন | আর স্থানীয় রেলকর্মীরা তাদের সাড়ে চারটের কার্ড মেরে দিতেন |
এখন বায়োমেট্রিক হাজিরা চালু হওয়ায় এই ফাঁকিবাজির বোঝাপড়া বন্ধ হলেও স্থানীয় রেলকর্মীরা গেটে থাকা আরপিএফ – দের ‘ ঘুষ ‘ দিয়ে সকালে দুপুরে হাজিরার পর বাইরে চলে যাচ্ছেন |
বিপদে পড়ে বাইরের রেলকর্মীরা ভাড়ার ঘর খুঁজছেন |আর বিজপুর অঞ্চলে বাড়িভাড়া বাড়তে শুরু করেছে |