বিজপুর / কাঁপা : দুধ পেল করোনা – আক্রান্ত পুলিশকর্মী সত্যজিতের দুধের বাচচা নীললোহিত

196

বিজপুর থানার অধীন কাঁপার লোকনাথ এপার্টমেন্টের বাসিন্দা, পুলিশকর্মী এবং কল্যাণীর কোভিড হাসপাতালে চিকিৎসাধীন সত্যজিৎ রায়ের স্ত্রী দেবশ্রী রায় জানিয়েছেন, আজ বিকেলে তাঁর সাড়ে চার বছরের দুধের বাচচা দুধ পেয়েছে |
অভিযোগ ছিল, সত্যজিৎবাবুর ফ্ল্যাটে দুধ পর্যন্ত পৌঁছে দেওয়ার কাজে বাধা দেওয়া হচ্ছে |
এই নিয়ে হাসপাতাল থেকেই স্থানীয় থানায় জানান সত্যজিৎ |
তাঁকে বলা হয়, এ ‘ রকমটা ঘটলে পুরো ফ্ল্যাটবাড়িই
” সিল ” করে দিতে হয়, কিন্ত তাতে
সকলেই অসুবিধায় পড়বেন |
শেষ খবর, সত্যজিৎবাবু দ্রুত সুস্থ হয়ে উঠছেন |

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × 5 =