আজকে যিনি দক্ষিণেতে
কালকে তিনি বামের
আজকে যিনি তেরঙ্গাতে
কাল ভক্ত রামের।
কে যে কখন কার পেছনে
বুঝি না কে খাঁটি
আসলে সবাই সবার পেছনেতে
সবার হাতেই কাঠি |
নচিকেতা
কাল অর্থাৎ 3 জুলাই দুপুর বারোটায় নৈহাটির তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিকের বাড়িতে গিয়ে তৃণমূলের পতাকা
হাতে তুলে নিয়েছিলেন নৈহাটি বিধানসভার অধীন
বালিভাড়ার 55 নম্বর বুথের বিজেপি কর্মী নির্মল
সন্ন্যাসী |
এদিন রাতেই দেখা যায় ওই বুথের বিজেপি অফিসটিকে তৃণমূলের অফিসে বদলে দিতে নিজে
হাত লাগিয়েছেন নির্মল |
আর আজ অর্থাৎ 4 জুলাই বেলা বারোটায় নিজের বাড়িতে বসে বিজেপির পতাকা হাতে তুলে নিয়ে নির্মল জানালেন, ” আমপানের ক্ষতিপূরণের টাকা চাইতে পার্থ ভৌমিকের বাড়িতে গিয়েছিলাম | আমার হাতে জোর করে তৃণমূলের পতাকা তুলে দিয়ে ছবি তোলা হয় | আমি বিজেপিতে ছিলাম, বিজেপিতেই
থাকবো |”
প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনে বালিভাড়ার এই 55 নম্বর বুথে 600 ভোটে পিছিয়ে ছিল তৃণমূল |
এখন তাই তৃণমূল যুবনেতা রাণার হাত থেকে নিজের হাতে ওই বুথের দায়িত্ব তুলে নিয়েছেন
পার্থবাবু |
আর ওই অঞ্চলের তৃণমূল কর্মীরা বলতে শুরু করেছেন — আমরা এখানে কানামাছি খেলতে শুরু করেছি |
কানামাছি ভো ভো, যাকে পাবি তাকে ছোঁ |
এই জন্যই কিছুদিন আগে এখানকার এক সমাজবিরোধীকে দলে নেওয়া হয়েছে, যে এক সময় তৃণমূল কর্মীদের উপর অত্যাচার করেছে |