কাঁচরাপাড়ার 5 নম্বর ওয়ার্ডের কাহিনী এই রাজ্যের এই সময়ের রাজনীতির বিশ্বাসযোগ্য দলিল হয়ে
উঠতে পারে |
গত লোকসভা নির্বাচনে 18টি আসন পেয়ে রাজ্যের অন্তত 100 বিধানসভা আসনে বিজেপির এগিয়ে থাকার রহস্যভেদেও সাহায্য করতে পারে
রাজা – রাণীর এই কিসসা |
আগামী বিধানসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজেপি এই রাজ্যের শাসক হয়ে উঠতে
পারবে কিনা, এই প্রশ্নেরও উত্তর দিতে পারে এই কাহিনী |
গল্পের শুরু 2010 – এ |
স্থান কাঁচরাপাড়ার টিকটিকি বাজার |
পৌরসভা নির্বাচনে জিতে কংগ্রেসের এক কাউন্সিলর তৃণমূলকে সমর্থন করায় 24 ওয়ার্ডের পৌরসভায়
ফলাফল দাঁড়িয়েছে 12 সিপিএম, 12 তৃণমূল |
বোর্ড গঠন কারা করবে, তা ঠিক করতে
টস হচ্ছে বাজারের দোতলায় |
বাইরে রাস্তায় সিপিএম সমর্থকদের ভিড় |
টসে বামেরা হারতেই সমর্থকদের মধ্যে থেকে হাহুতাশের সঙ্গে সঙ্গে শোনা গেল —- আর থাকবে না !
এই সমর্থকদের একটা অংশ পরদিন থেকেই ভিড়ে গেল তৃণমূলে |
সেই দলে কি 5 নম্বর ওয়ার্ডের রাজা ছিল ?
ছিল, কারণ 2011 – র বিধানসভা নির্বাচনের পরে
রাজা হয়ে গেল নির্বাচিত তৃণমূল বিধায়কের ঘরের লোক |
বিধায়কের সামন্তর সঙ্গে রাজার ভাব জমে উঠল |
আর ছোট্ট ক্লাব রাজনীতির সঙ্গে যুক্ত রাজা
বিধায়কের এক নম্বর বার্তাবাহক হয়ে
উঠল |
মুকুল রায় তৃণমূল ছাড়ার পরে তাঁর বিধায়ক সন্তানকে একঘরে করতে শুরু করে উত্তর 24 পরগনা তৃণমূল |
রাজা ঢুকে পড়ে রায়পরিবার – বিরোধী শিবিরে |
সুদীপ্ত দাসের সঙ্গে জোট বেঁধে অর্জুন
সিং সিং – এর লোক হয়ে যায় রাজা | কাঁচরাপাড়ার 6 নম্বর ওয়ার্ডে সভা করে হাপনবাবুকে তুলোধোনা
করে | সেই সভার দিন সন্ধেতে গুরুতর অসুস্থ হয়ে হাপনবাবুকে হাসপাতালে ভর্তি হতে হয় |
এদিকে পৌরসভা আপিসে পৌরপ্রধান সুদামা রায়ের ঘরেও রাজাকে দেখা যেত |
এরপর সুদীপ্তর সঙ্গে ছাড়াছাড়ি হল রাজার |
আর তার পরেই 2018- র দুর্গাপুজোর পরে জেলে ঢুকতে হল
রাজা – সুদীপ্তকে |
জেল থেকে বেরিয়ে সুদীপ্ত অর্জুনের সঙ্গে থেকে
গেল |
রাজা ঘরে ঢুকে গেল |
2019 – এর 23 মার্চের পরে রাজাকে দেখা গেল দলত্যাগী তৃণমূল কাউন্সিলরদের সঙ্গে দিল্লি বিজেপি অফিসের ডায়াসে |
এই 2019 – র পুজোর আগে রাজা তৃণমূলে
ফিরল |
আর সুদামা রায় – হাপন রায় বিরোধী খোকন তালুকদার শিবিরের লোক হয়ে গেল
রাজা |
অন্য দিকে তৃণমূল, মমতা ব্যানার্জীর কট্টর সমালোচক এবং 2016 – র বিধানসভা নির্বাচনে বিজপুরে বিজেপির প্রার্থী
রাণী মুকুলবাবু তৃণমূল ছাড়ার পরেই ঢুকে পড়লেন তৃণমূলে |
রায়পরিবারের কাঁচা সমালোচনায় সিদ্ধহস্ত রাণী বিজপুরের সব তৃণমূলী সভায় প্রধান বক্তা হয়ে
উঠলেন |
কিন্তু, রাজার সঙ্গে তার ” প্যার ” জমে উঠল না |
রাণী পেয়ে গেলেন রায়পরিবারের প্রবল বিরোধী
সুজিত দাসকে |
কাল সপ্তম কিস্তি |