বিজপুর : সুদীপ্তর বাড়িতে বোমাবাজি

401

সিপিএম আমলে বিরোধীদের কণ্ঠরোধে হাড় – হিম কড়া আতঙ্কের চোরাস্রোত বইয়ে দেওয়া
হত |
তবে ” টার্গেট ” – কে পাওয়া না গেলে পরিবারের সদস্যদের হুমকি দিয়েই রণে ভঙ্গ দিতেন
বীরপুরুষেরা |
কিন্ত, এখন আর ভাবা – বোঝার বালাই নেই |
আর তাই ” টার্গেট ” বাড়িতে না – থাকলেও বোমা
ফেলা হচ্ছে তার বাড়িতে |
যেমন কাল রাত বারোটা নাগাদ হালিসহর পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে বোমাবাজি করা হয়েছে | বাড়িটি দীর্ঘ দিন হালিশহর ছাড়া অর্জুন – অনুগামী সুদীপ্ত দাসের বাড়ি |
বাড়িতে রয়েছেন সুদীপ্তর মা – বাবা, স্ত্রী এবং ছোট্ট একটি কন্যাসন্তান |
পুলিশ এসেছে, বলে গেছে পাহারায় থাকবেন একজন সান্ত্রীমশাই |ভয় নেই |

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × 2 =