মুকুলতনয় হাপন তৃণমূলে ফিরলে বিজপুর থানার অধীন কাঁচরাপাড়ার পাঁচ নম্বর ওয়ার্ডের রাজা – রাণী শুধু নয়, আতান্তরে পড়বে
বিজপুর সিপিএমও |
কারণ বিজপুর সিপিএম রায়পরিবারের প্রবল বিরোধী |
আর তাই রাণী বাংলা শব্দ ঠিকমতো
উচ্চারণ করতে না পারলেও গোপনে গোপনে
সিপিএম – এর সমর্থন পান |রায়বাবুরা এখন বিজেপি বলেই কী সিপিএমের এই সমর্থন?
নাহ, ব্যাপারটি পুরো ব্যক্তিগত |
রাণীও এই ব্যক্তিগত কারণে ভাজপা ছেড়ে টিএমসিতে ঝাঁপ মেরেছিলেন |
এখন যা খবর, বিধানসভা নির্বাচনের আগে যদি রায়পরিবারের হাপনবাবু তৃণমূলে ফেরেন
তা হলে রাণী কী করবেন?
সিপিএম অবশ্য বিজেপি প্রার্থীর বিরোধিতা করবে প্রবলভাবে এবং খোয়াব দেখবে তৃণমূল – বিজেপির ভোট কাটাকাটিতে জিতে যাবে তাদের প্রার্থী |
অবশ্য হাপন বিজেপি ছাড়লে রাণীও নাকি তৃণমূল ছেড়ে হাপনের বিরুদ্ধে প্রার্থী হওয়ার জন্য
বিজেপি প্রার্থী হওয়ার জন্যে লড়ে যাবেন
এবং হারবেন |
এখন সিপিএম রাজার বিরোধী |
কেন?
রাজা তো সিপিএম ছেড়ে তৃণমূলে গেছেন |
তৃণমূলে গিয়েই হাপনবাবুর এক নম্বর হয়ে
গিয়েছিলেন |
তাই, সিপিএমের ধারণা, যতোই রাজাবাবু রায়বাবুদের বদনাম করুন,রাজা, রাজারা, রাজা দত্ত, কাঁচরাপাড়ার বিদায়ী 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজা এবং 5 নম্বরের রাজা, প্রোমোটার রাজা, সব রাজা রায়বাবুদের লোক |
তাই হাপন রায় তৃণমূলে ফিরলে কাউন্সিলর না হতে পারলেও 5 নম্বরের রাজাবাবুর
ওজন বাড়বে?
বাড়বে কি? সিপিএমের মূল্যায়ন কি সঠিক?
কাল ছ নম্বর কিস্তি |