বিধানসভা নির্বাচনে ” নিষ্ক্রিয় ” থেকে হারলেন, পৌরসভা নির্বাচনের টিকিটও হয়তো পাবেন না, তাহলে কী করবেন শুভ্রাংশু , রাজনীতি কী ছেড়েই দেবেন ?

218

বিধানসভা নির্বাচনে প্রায় ” নিষ্ক্রিয় ” থেকে জেতা-বাজি হেরেছেন মুকুলতনয় শুভ্রাংশু ।
অন্য দিকে নিষ্ক্রিয় থেকেও কৃষ্ণনগর উত্তর বিধানসভায় জিতেছেন মুকুল রায় ।
তারপরে বিজয়ী-বিজিত বাবা- ছেলে চলতি বছরের ১২ জুন মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যযের অভিভাবকত্বে বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে এসেছেন ।

রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিয়ে বিজেপিতে পা রেখেছিলেন দেশের অন্যতম প্রাক্তন রেলমন্ত্রী মুকুলবাবু । কেন্দ্রীয় সরকারে মন্ত্রিত্ব না-মিললেও দেশের সর্ববৃহত দল বিজেপি তাঁকে দলের সর্বভারতীয় সহসভাপতির মতো গুরুত্বপূর্ণ পদে বসিয়েছিল । তৃণমূলে ফিরতেই মুকুলবাবু পেয়েছেন সহসভাপতির পদ । তাঁকে বিধানসভার গুরুত্বপূর্ণ একটি কমিটির চেয়ারম্যান করা হয়েছে ।
আর ঘোষিত অসুস্থতা সত্বেও রোজই কলকাতা দৌড়তে দেখা যাচ্ছে তাঁকে ।

তবে তৃণমূলে ফিরে আসলেও বাবার মতো হৃত-সম্মান ফিরিয়ে দেওয়া হয়নি শুভ্রাংশুকে । তাঁকে বিজপুর তৃণমূল অচ্ছুত করে রেখেছে । এমনকি সামনের পৌরসভা নির্বাচনে কাঁচরাপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে তাঁকে প্রার্থী না-করার সিদ্ধান্ত পাকা করে ফেলেছে বিজপুর তৃণমূল ।

এমতাবস্থায় কী করবেন শুভ্রাংশু ? রাজনীতি ছেড়ে দেবেন?
নাকি ঘুরে দাঁড়াবেন?

তৃণমূলের মতো দক্ষিণপন্থী দলে ঘুরে দাঁড়াতে গেলে উচ্চ
নেতৃত্বর ” অনুপ্রেরণা ” প্রয়োজন ।

দল কী তাঁর ” আত্মবলিদানের ” কোন মূল্য দেবে না ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × one =