সামনের এপ্রিল মাসের চতুর্থ সপ্তাহের প্রথমে রাজ্যের 102 – টি পৌরসভার ভোট হলেও ব্যারাকপুরের 8 – টি পৌরসভার ভোট হচ্ছে না |
ব্যারাকপুর লোকসভার অধীন 8 – টি পৌরসভা নিয়ে কর্পোরেশন তৈরী করা হবে | আর এই কর্পোরেশনের ভোট হবে পুজোর আগে |
এদিকে মে মাসের 18 তারিখের পরে এই আটটি পৌরসভার মেয়াদ শেষ হচ্ছে | তাই নবগঠিত কর্পোরেশনের ভোট যতদিন না হবে, ততদিন প্রশাসক বসবে এই পৌরসভা গুলিতে | বর্তমান চেয়ারম্যান বা পৌরবোর্ডের কোন ক্ষমতাই 18 মে-র পরে থাকবে না |
উত্তর 24 পরগনার জেলাশাসক অন্তরা চৌধুরীকে নবগঠিত কর্পোরেশনের সীমানা চিহ্নিত করার দায়িত্ব দেওয়া হয়েছে |