কংগ্রেসের বিজয় মিছিলে ঢোল বাজানোর অপরাধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতার করা হয় কংগ্রেসের ৫ জন কর্মী সমর্থককে। মুর্শিদাবাদে সালার থানার টেঁয়া গ্রামের ঘটনা। ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। ঘটনার প্রতিবাদে পবিত্র ঈদের পর সালার থানার সামনে অনশনে বসবে কংগ্রেস, পরবর্তীতে জেলা পুলিশসুপারের কার্যালয়ের সামনেও অনশনে সামিল হবে মুর্শিদাবাদ জেলা কংগ্রেস। বৃহস্পতিবার দুপুরে বহরমপুরে দলীয় কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক করে আগাম এমনই হুশিয়ারি দিলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী।