রাজ্য রাজ্য মন্ত্রীসভায় রদ- বদলে ফের শিক্ষামন্ত্রী পার্থ February 22, 2022 153 FacebookTwitterWhatsApp স্কুল শিক্ষা এবং উচ্চ শিক্ষার দায়িত্বে ফের আনা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে । বর্তমানে শিল্প ও বাণিজ্য দফতর সামলাচ্ছেন তিনি । এখন শিক্ষামন্ত্রীর দায়িত্বে রয়েছেন ব্রাত্য বসু । সূত্র মারফত জানা যাচ্ছে, দিন কুড়ির মধ্যেই রাজ্য মন্ত্রীসভায় রদ-বদল করা হবে।