সাট্টা- লোটো বন্ধের সৎসাহস নেই, পাট্টা দিয়ে পয়সা খায়, পুকুরভরাট করে পকেট ভরে, গরীব হকারদের পেটে লাথি পিঠে লাঠি চালানো হয় কাঁচরাপাড়ায়

62
  • গরীব মানুষ সামান্য পয়সা উপার্জন করলেও সেই উপার্জিত পয়সা সঞ্চয়ের জ্ঞানগম্যি তাঁদের নেই | মনস্তত্ববিজ্ঞান বলছে, উপার্জন কম হলে বাজে খরচের প্রবণতা বাড়ে | সাট্টা, জুয়া, লোটো আর লটারি খেলে গরীব মানুষ সহজে পয়সা বাড়াতে গিয়ে উপার্জিত অর্থ নষ্ট করে ফেলে |
  • তাই গরীব পরিবার গুলিকে বাঁচাতে নীতীশ কুমার বিহারে মদ বন্ধের ঝুঁকি নিয়েছেন |
  • কিন্তু, এই বিজপুরের গরীব পরিবার গুলিকে বাঁচাতে না সিপিএম না বর্তমানে ক্ষমতাসীন তৃণমূল সাট্টা, চোলাই মদ এবং লোটো বন্ধে কোন পদক্ষেপ করেনি |
  • কারণ, এই নিষিদ্ধ কুকর্ম গুলি থেকে নেতারা মাসে মাসে কয়েক লক্ষ টাকা মাসোহারা
  • পান | সাট্টাবাজরা মাসে 15 লক্ষ টাকা বিজপুরের নেতাদের পিছনে খরচ করে |
  • তাই সাট্টা, লোটো, চোলাই মদ বন্ধে পুলিশকে কাজে লাগানো হয় না, কিন্তু গরীব হকারদের পেটে লাথি পিঠে লাঠি চালাতে পুলিশকে গ্রিন সিগন্যাল দেওয়া হয় |
  • কারণ, হকাররা গরীব | তাঁদের পয়সা নেই |
  • নেতারা তাঁদের কাছ থেকে পয়সা পাবে না |
  • অতএব মারো লাঠি |
  • এখন সামনে কোন নির্বাচন নেই |  তাই গরীব হকারদের মিছিলে ভিড় বাড়াবার জন্যে দরকার নেই ||
  • অতএব গরীবের শত্রু নেতারা চাইছে,  গরীব মানুষের শত্রু সাট্টা, চোলাই, লোটো, জুয়া ভরপুর চলুক, তাদের পকেট ভরুক |
  • গরীব হকারদের পিছনে পুলিশ লেলিয়ে দেওয়া হোক |
  •  এই  নেতারা পুকুরভরাট থেকে পয়সা খাচ্ছে,  পাট্টা দিয়ে পয়সা খাচ্ছে, সরকারী জমিতে লোক বসিয়ে পয়সা খাচ্ছে, সাট্টা – লোটো, চোলাই, জুয়া থেকে পয়সা খাচ্ছে, আর গরীব মানুষ রাস্তার পাশে ধুলোয় বসে দুটো জিনিস সস্তায় বিক্রি করে ছেলে, মেয়ের মুখে দুটো ভাত তুলে হাসি ফোটাতে গেলেই তাদের কুকুরের মতো তাড়া করা হচ্ছে |
  • অবশ্য ভারতের সংবিধান বলছে, এইভাবে কোন হকারকে লাঠিপেটা করে রাস্তার পাশ থেকে উঠিয়ে দেওয়া যায় না |
  • ভারতীয় সংবিধানের 21 ধারা অনুযায়ী বাঁচার জন্য জীবনের অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়েছে |
  • তাই হকারদের জোর করে উঠিয়ে দেওয়া যায় না | আর হকারদের বলব, এরপর যদি কোন পুলিশ এসে লাঠি উঁচিয়ে আপনাকে / আপনাদের তাড়া করে, তবে সেই ছবি মোবাইল ফোনে ধরে রেখে আমাদের পাঠান | তারপর দেখুন কি হয় |

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twelve + eighteen =