বিজপুর থানার অধীন কাঁপার লোকনাথ এপার্টমেন্টের বাসিন্দা, পুলিশকর্মী এবং কল্যাণীর কোভিড হাসপাতালে চিকিৎসাধীন সত্যজিৎ রায়ের স্ত্রী দেবশ্রী রায় জানিয়েছেন, আজ বিকেলে তাঁর সাড়ে চার বছরের দুধের বাচচা দুধ পেয়েছে |
অভিযোগ ছিল, সত্যজিৎবাবুর ফ্ল্যাটে দুধ পর্যন্ত পৌঁছে দেওয়ার কাজে বাধা দেওয়া হচ্ছে |
এই নিয়ে হাসপাতাল থেকেই স্থানীয় থানায় জানান সত্যজিৎ |
তাঁকে বলা হয়, এ ‘ রকমটা ঘটলে পুরো ফ্ল্যাটবাড়িই
” সিল ” করে দিতে হয়, কিন্ত তাতে
সকলেই অসুবিধায় পড়বেন |
শেষ খবর, সত্যজিৎবাবু দ্রুত সুস্থ হয়ে উঠছেন |