কর্মীদের ভোটে কর্মীদের মধ্যে থেকে উঠে আসেন নেতা | সেই নেতার নেতৃত্বে কর্মীরা মাঠে নামেন | নেতার কথায় জান পর্যন্ত দিতে পারেন কর্মীরা |
পশ্চিমবাংলার বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেসের কর্মীরা অবশ্য বলেন, কাউকে দরকার নেই, কোন নেতার প্রয়োজন নেই, শুধু মমতা ব্যানার্জীই যথেষ্ট | আমাদের দলে সবাই ল্যাম্পপোস্ট, আমাদের দলে একটাই পোস্ট |
কর্মীরা এই কথা বললেও, নেতা – নেত্রী হওয়ার জন্য তাঁরা জান লড়িয়ে দেন | টাকা আর মিস্টির হাঁড়ি নিয়ে তাঁরা ঠিক ঠিক জায়গায় তেল সরবরাহে আরব রাষ্ট্র গুলিকেও হার মানিয়ে দিতে পারেন |
পারেন যে তা কাঁচরাপাড়া – হালিশহরে গত এক মাস ধরেই দেখা যাচ্ছে | এই দুই শহরের তৃণমূল যুব সভাপতির পদের জন্য পানসি কখনও চলছে বেলঘরিয়া তো কখনও বারাসাত কখনও নৈহাটি |
সর্বশেষ সন্দেশ, যুব সভাপতির দৌড় থেকে সরে দাঁড়িয়েছেন এক ভাই |
তিনি ঠিক করেছেন বিধানসভা নির্বাচনের জন্যে অনুশীলনে নামবেন |