দিদির ৩ অ- কলকাত্তাইয়া ” চোখের বালি “

128

দিদির সাধের সাজানো তৃণমূলের বাগানে অনেক মালি । তবে মালির পোস্টে ” চাকরি ” হবে তাদেরই, যারা কলকাত্তাইয়া ।
পিকে ও যুবরাজের অনুগামী ।
মফস্বলের শুভেন্দু – মুকুল – অর্জুন- মিহির- শীলভদ্র – রবীন্দ্রনাথরা অ- কলকাত্তাইয়া । যুবরাজের ম্যানেজারির- খবর্দারির বিরোধী ।
তাই যতই গুণ থাকুক না কেন, তৃণমূলের বাগানের মালিক বা মালি এঁরা হতে পারবেন না ।
তাই মালি হতে না পেরে এঁরা হয়ে উঠেছেন দিদির ” চোখের বালি ” । দিদি প্রকাশ্যে এঁদের নিয়ে কিছু বলতে পারছেন না ।
কারণ পিকে এবং তাঁর নিয়োগকর্তা ভাইপো । পিকের বেদবাক্য শুনে দিদি গুরুং- ছত্রধরের মতো মেয়াদ- ফুরনো কিছু জিনিস বাগানে এনেছেন বটে , কিন্তু পিকে-যুবরাজকে পাত্তা না- দেওয়া শুভেন্দু- শীলভদ্র- রবীন্দ্রনাথদের কাছে ডেকে , দিঘার সমুদ্রসৈকতে ঝাউবনের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে শুভেন্দু- শিশিরদের সঙ্গে দুটো কথাও বলতে পারছেন না ।
এদিকে বাগান ফাঁকা হতে শুরু করেছে । মুকুল- ঝড়ে সৌমিত্র-অর্জূন- অনুপম, অর্জূন ঝড়ে বারাকপুরের গড়, আর এবার শুভেন্দু ঝড়ে ৬ জেলায় তৃণমূলের সাজানো বাগান শুকিয়ে যেতে চলেছে ।
বালি আর মালি, কলকাত্তাইয়া বনাম অ-কলকাত্তাইয়ার দ্বন্দ্ব- এ এবং পিকে- যুবরাজ জুটির সঙ্গে শুভেন্দু- মুকুল জুটির লড়াইয়ে দিদির ঘুম ছুটেছে ।
শুধু কি দিদির?
লেনদেন, ব্যক্তিগত চাওয়া- পাওয়ার উপর দাঁড়িয়ে থাকা পুরো তৃণমূল দলটাতেই কাঁপুনি ধরেছে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × two =