কাঁচরাপাড়ার 24 তৃণমূল কাউন্সিলরের মার্কশিট

125
  • কাঁচরাপাড়া পৌরসভায় রয়েছে 24 – টি ওয়ার্ড | এর মধ্যে 6 – টি ওয়ার্ড পড়ছে রেল এলাকার মধ্যে | এই ওয়ার্ড গুলির জল, জঞ্জাল পরিষ্কার, রাস্তাঘাট, আলো, ড্রেন পরিষ্কারের দায়িত্ব রেলের |

  • এই 6 – টি ওয়ার্ড হল 1, 2, 3 এবং 22, 23 এবং 24 |
  • ফলত, এই ওয়ার্ড গুলির কাউন্সিলরদের শংসাপত্র দেওয়া ছাড়া কোন কাজই
  • থাকে না |

আর কি আশ্চর্য এই রকম একটি ওয়ার্ডের কাউন্সিলর ( 22 নম্বর ) কাঁচরাপাড়া পৌরসভার চেয়ারম্যান | 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবার পৌরসভার জনস্বাস্থ্য দফতরের দায়িত্বে |

তাই এই 6 – টি ওয়ার্ডের কাউন্সিলরদের মার্কশিট তৈরী হয়েছে পৌর- পরিষেবার ভিত্তিতে নয়, পৌরসভা পরিচালনায় এদের সার্বিক পারফরমেন্সের উপরে | বাকিদের মার্কশিট তৈরী হয়েছে ওয়ার্ডে ওয়ার্ডে কাজের পারফরমেন্সের ভিত্তিতে |

রেল এলাকার কাউন্সিলরদের বিরুদ্ধে ফাঁকা রেল কোয়ার্টার ভাড়া দিয়ে টাকা নেওয়া, রেলের জমিতে দোকান বসানোর অভিযোগ রয়েছে |

আবার রেলের জমিতে দীর্ঘ দিন ধরে কোন রকমে মাথা গুঁজে রয়েছেন বহু গরীব মানুষ |

তাঁদের ঘরে বিদ্যৎ এবং জল পৌঁছে দেওয়ার বিষয়টিকে মার্কশিটে গুরুত্ব দেওয়া হয়েছে |

অন্য দিকে সবচেয়ে বেশী অভিযোগ তৈরী হয়েছে 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জীব সাহার বিরুদ্ধে |  পুকুর ভরাটে মদত এবং ডেঙ্গু রোধে ব্যর্থতার অভিযোগ রয়েছে সাহাবাবুর বিরুদ্ধে |

বাকি কাউন্সিলরদের বিরুদ্ধে সাট্টা এবং বেআইনি নির্মাণে মদত দেওয়া, স্বজনপোষণ, রেলের এবং সরকারী জমি বিক্রি, রেলের এবং সরকারী জমিতে দোকান বসিয়ে পয়সা খাওয়া, উগ্র মেজাজ এবং ধরাকে সরা জ্ঞান করা, ঠিকেদারদের থেকে পয়সা খাওয়া এবং নিষ্ক্রিয়তার অভিযোগ রয়েছে |

মার্কশিট তৈরির সময় এই বিষয় গুলি ছাড়াও পারফরমেন্স এবং জনপ্রিয়তাকে ধরা হয়েছে |

ওয়ার্ডের মানুষের সুখে – দুঃখে থাকা এবং তাঁদের .বার্ধক্য ভাতা, – র ব্যবস্থা করে দেওয়া এবং পাশে থাকার ভিত্তিতে এই মার্কশিট তৈরী করা হয়েছে |

মোট নম্বর হল 10

1 নম্বরের কাউন্সিলর পেয়েছেন 6 |

2 নম্বরের 5 |

3নম্বরের 1 |

4 নম্বরের 6 |

5 নম্বরের 1 |

6 নম্বরের 9 |

7 নম্বরের 2 |

8 নম্বরের 2 |

9 নম্বর 2 |

10 নম্বর 2 |

11 নম্বর 1 |

12 নম্বর 1 |

13 নম্বর 3 |

14 নম্বর 2 |

15 নম্বর 3 |

16 নম্বর 3 |

17 নম্বর 3 |

16 নম্বর  1

19 নম্বর 5 |

20 নম্বর 4 |

21 নম্বর 4 |

22 নম্বর  8 |

23 নম্বরে 2 |

24 নম্বর 5 |

 

 

 

T

 

 

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × two =