করোনা সংক্রমণের শুরুতে গোমূত্র পানের গনকর্মতেসূচি উপলক্ষে বিজেপির জননেতা দিলীপ ঘোষের ” অমৃতবাণী ” শোনা গিয়েছিল |লক আউট শুরু হওয়ার পরে থালা বাজানো নিয়েও তিনি সুচিন্তিত মতামত দিয়েবলেছিলেন — বাড়িতেই থাকবো, বাইরে যাবো না | সিপিএম নেতারা একদিন এই সে দিন একটু জেলের হাওয়া খেয়ে বাড়িতে ঢুকে পড়েছেন | কংগ্রেস নেতা সোমেন মিত্র, তৃণমূল মন্ত্রী সুব্রত মুখার্জিও ঘরবন্দী | একটু আধটু বাইরে বেরোচ্ছেন সাংসদ অধীর চৌধুরী | সাংসদ অর্জুন সিং একদিন বাইরে বেরিয়েই বাধা পেয়ে সটান ঢুকে পড়েছেন বাড়িতে | এক তৃণমূলনেত্রী ছাড়া রাস্তায় কাউকেই প্রায় দেখা যাচ্ছে না |
নেতারা কেউ বাড়িতে বসে চিকেন রাঁধছেন, কেউ ভিডিয়ো কনফারেন্স করছেন, কেউ পড়ছেন | কেউ বাড়িতে বসেই ত্রাণ বিলি করছেন |
ব্যতিক্রম শুধুই প্রাক্তন রেলমন্ত্রী নুকুল রায় | লক আউটের প্রথম দিন থেকেই তিনি সকাল আটটায় কাঁচরাপাড়ার বাড়ি থেকে বেরচ্ছেন আর কাঁচরাপাড়াতেই ফিরে আসছিলেন সন্ধে সাতটা নাগাদ | গত দু ‘ দিন ধরে তিনি বিকেলে বেরিয়ে পরদিন সকাল সাড়ে দশটায় ফিরে আসছেন বাড়িতে |
দু হাজার এগারোর আগে তিনি বাড়িতে ঢুকেই বেরিয়ে যেতেন | এমনও হয়েছে, রাত দশটায় কাঁচরাপাড়ার বাড়িতে ঢুকে দিদির ফোন পেয়ে দশ মিনিটের মধ্যেই ছুটে গেছেন জঙ্গলমহলে |
এই বেরনোর অভ্যাসই কী নষ্ট করতে চাইছেন না মুকুল?