গ্রহ দোষ কাটানোর উপায়গুলি জেনে নিন

267

আমাদের জীবন নানা সমস্যায় ভরা। যেমন, গ্রহ শুভ ও অশুভ প্রভাব বিস্তার করে, তেমনই অশুভ বাস্তুর প্রভাবেও জীবনে উন্নতি ও বাধার সৃষ্টি হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে নয়টি গ্রহের প্রত্যেকটি গ্রহ এক একটি রোগের কারক। এই সমস্ত গ্রহ যখন অশুভ অবস্থায় থাকে এবং ষষ্ঠ-ভাবের সঙ্গে যুক্ত হয় তখন শরীর-স্বাস্থ্যের অবনতি হয়। আসুন এ বার জ্যোতিষশাস্ত্র মতে গ্রহ দোষ কাটিয়ে সুস্থ থাকার উপায়গুলি জেনে নেওয়া যাক।

১) পঞ্চমুখী রুদ্রাক্ষ প্রতিদিন তামার পাত্রে ভিজিয়ে রাখুন। সেই জল খালি পেটে খেলে শরীর ভাল থাকবে।

২) স্নান করার পরে প্রতিদিন বিশ্বাসের সঙ্গে ইষ্টদেবতার ধ্যান করুন। উপকার পাবেন।

৩) রোগ মুক্তির জন্য মহা মৃত্যুঞ্জয় কবচ, দেহ রক্ষা কবচ বা বিভিন্ন রোগের কবচ ধারণ করা যেতে পারে।

৪) দীর্ঘদিন ধরে কোনও রোগ ভোগালে, একটা ছোট শঙ্খের ভেতর সন্ধক লবণ রেখে সেটা রোগীর বিছানার নীচে রাখতে হবে।

৫) এক ঘটি জল রাতে শোয়ার সময় খাটের নীচে রাখতে হবে। প্রতিদিন ভোরবেলা ঘুম থেকে উঠে সেই জল সবুজ গাছের গোড়ায় দিলে মন-প্রাণ সতেজ থাকবে।

৬) সিদ্ধিপাতা জলে দিয়ে প্রতি সোমবার মহাদেব শিবকে স্নান করিয়ে রোগ মুক্তির প্রার্থনা করুন। উপকৃত হবেন।

৭) দুধ, গঙ্গাজল, ঘি, মধু, দই একসঙ্গে মিশিয়ে শিব লিঙ্গে আস্তে আস্তে ঢেলে, পাটা দিয়ে গড়িয়ে পড়া জল একটি পাত্রে সংগ্রহ করে, সেই জল চোখে, মুখে, মাথায় ছিটিয়ে মহা মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে খেতে হবে।

৮) সকালে উঠে প্রতিদিন প্রাণায়াম করতে হবে।

৯) রত্ন সহকারে গ্রহের প্রতিকার করলে উপকার পাবেন।

১০) প্রতিদিন স্নান করে উঠে মহা মৃত্যুঞ্জয় মন্ত্র একশো আটবার জপ করতে হবে…

‘ওঁ ত্রম্বকম যজামহে সুগন্ধিং

পুষ্টি বর্ধনাম।।

ঊর্বারু কমিব বন্ধনাৎ

মৃত্যুমক্ষীয় মামৃতাৎ’।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × three =