জেনে নিন খাঁটি পীত পোখরাজ চেনার সহজ উপায়

258

নিজস্ব প্রতিবেদন: বৃহস্পতিকে গুরুগ্রহ বলা হয়। আর বৃহস্পতির রত্ন হল পোখরাজ। সংস্কৃতে একে বলে পীতমণি, পুষ্পরাগ। ফার্সিতে বলে ইয়াকুত অফসর। পোখরাজ উজ্জ্বল স্বচ্ছ হলুদ বর্ণের রত্ন। তবে পোখরাজ ছাই ও সাদা রঙেরও হয়। সেটি শুক্রের প্রতিকারে লাগে। তবে মাথায় রাখতে হবে, যে কোনও রত্নই তিন মাস পর থেকে ফল দেয়। উপরত্ন ফল দেয় ছয় মাস পরে।

আজকাল বাজারে যে রত্ন পাওয়া যায় তার রঙ ও ঔজ্জল্য দেখলে চোখ ধাঁধিয়ে যায়। এই সব পাথর থেকে বর্ণচ্ছটার আভা দেখতে পাওয়া যায়। কিন্তু প্রশ্ন হল এই রত্ন পাথরের ভিড়ে কী করে চিনবেন, কোনটা আসল আর কোনটা নকল? এর সঠিক উত্তর দিতে পারেন কেবল মাত্র একজন রত্নবিশেষজ্ঞ বা জেমোলজিস্ট। আসুন আজ জেনে নেওয়া যাক খাঁটি পীত পোখরাজ চেনার সহজ উপায়।

পীত পোখরাজ চেনার উপায়:

১) কাঁচা দুধে চব্বিশ ঘন্টা রেখে দিলেও এর উজ্জ্বলতা কমে না।

২) সাদা কাপড়ে এটিকে রেখে সূর্যের আলোয় ধরলে কিছুক্ষণ বাদে কাপড়ের ওপর আভা দেখা যায়।

৩) বিষাক্ত পোকা (কাঁকড়া বিছে বা সাপ বাদে) কামড়ালে দংশন স্থানে এটি ঘষলে দ্রুত বিষ নেমে যায়।

পীত পোখরাজের প্রাপ্তিস্থান:

পোখরাজ শ্রীলঙ্কা, ব্রাজিল, বর্মা বা মায়ানমার ও জাপানে পাওয়া যায়।

পীত পোখরাজ ধারণের রীতি:

বৃহস্পতির ক্ষেত্রে প্রতিকার হল পীত পোখরাজ। বৃহস্পতিবার সোনার সঙ্গে ধারণ করলে সুফল পাওয়া যায়।

উপরত্ন:  হলুদ টোপাজ, সারভোনিক্স (হলুদ বর্ণের) ইয়োলো স্টোন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen + 15 =